Valobasar kobita by Payel Banerjee Chowdhury

Valobasar kobita by Payel Banerjee Chowdhury

মন খারাপ 
মানুষ এতো লিলজ্জ কি করে হয়।
ভাল ভাল বন্ধু গুলো ইনবক্সে গিয়ে,
উলঙ্গ হয়ে যায়,,,,
ঘৃন্না লাগছে ঐ সব বন্ধুদের প্রতি,
যারা ভাল মানুষের পোষাক পড়ে,
মেসেঞ্জারে বদমাইশ হয়ে যায়।
তবে আমার অনেক ভাল বন্ধুও আছে যাদের সাথে,আমি নিজে থেকেই ইনবক্স করি,ফোন করি,,ওরাও ফোনদেয়।এই গ্রোপে ভাজে কমেন্ট কম হয় বলে মাঝে মাে আড্ডা দেই....ভাললাগে তাই।
 
Stories shared by user named:  Payel Banerjee Chowdhury

ভালবাসা... কি সেটা? 

ভালবাসা...
কি সেটা?
যা অস্থি থেকে অস্থিমজ্জা,শিরা থেকে উপশিরা পর্যন্ত পৌছে যায় নেশার মত.....
বুঝে উঠার সময় দেয় না,ভাল-খারাপের ব্যবধান...
যা মুহুর্তে টালমাটাল করে শারির মন মস্তিষ্ক ....!!!
এর শুরু কোথায়? সে কি মহাকালের ও অতীতবেত্তা?না কি ভবিষ্যপুরাণ? 
কেন দেয় অনুরাগ অনুভবের জন্ম?এর স্মৃতিকথা ও তো পুরো বিস্মৃত হয় না?
মুক্তি কি তবে মৃত্যুতে?
না কি মৃত্যুর পর আরও কিছু বিদ্যমান?
তল খুজে পাই না,খেই হারাই বার বার....

ভালবাসার অনূভুতি 

বুকের মধ্যখানে নাকি মাথার পেছনের অংশে? যেখানেই হোক,এটা এমন এক অনুভূতি,যা আপনাকে সারাক্ষণ অন্যরকম এক চেতনায় আবিষ্ট রাখবে এবং এটা অনেকটা ব্যাখ্যার অতীত।
ভালোবাসা নাকি বোকাকে চালাক আর চালাককে বোকা বানিয়ে ফেলে।
ব্যাপারটা যদি সত্যি না হয়ে স্রেফ কথার কথাও হয়,তবু মনে হয় পুরোপুরি বাজে কথা নয়।
আসলে ভালোবাসার সেই অন্যরকম চেতনা একজন মানুষের মনকে কিছুটা হলেও আলগা করে দেয় তার পারিপার্শ্বিকতা থেকে।
উদাসীনতাই তার চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ হয়ে দাঁড়ায়।
এমনকি শারীরিক কষ্টের সময়ও ভালোবাসার মানুষের স্পর্শ কিংবা তার স্মৃতি কিছুটা হলেও স্বস্তি দেয়।
 

ভালবাসা কেমন হয় তা জেনে নিন

আস্সালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আমি ভাল আছি।
 হয়তো সে জানে তোমার তাকে ভালো লাগে,
কিন্তু কিচ্ছু করার থাকে না "  কারণ তোমাকে তার ভালো লাগে না 
ইচ্ছে করলেও কাউকে জোর করে ভালো লাগানো যায়না।
ভালো লাগা টা মনের একান্ত নিজস্ব ব্যাপার,
শুধু শুধু সময় নষ্ট করে কারো নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ করো না।
এতে তোমার ই কষ্ট 
একা একা ভালো লাগার কষ্ট
একা একা ভালোবাসার কষ্ট
একা একা কাউকে ভেবে রাত জাগার কষ্ট
"তুমি হয়তো কাউকে ভেবে বিষণ্ণতায় ভুগছো। 
কারো অপেক্ষায় দরজায় কান পেতে আছো। 
হয়তো  মধ্য রাতে কাউকে ভেবে "তুমি ভালো নেই " 
কিন্তু অপাশের মানুষ টা ঠিক ই ভালো আছে
দিব্যি সে সুখে আছে.... তার  রাতের স্বপ্ন টা অনেক রঙিন...
হয়তো অন্য কাউকে নিয়ে বাঁধছে তার স্বপ্নের নীড়। 
সেখানে তুমি নাই... তুমি একদম নাই...
তার চিন্তা, চেতনা, ভাবনা কোন কিছুতেই তুমি নাই।
তুমি অযথা রাত জেগে মিথ্যে স্বপ্নের প্রহর গুনছো,
মিথ্যে অপেক্ষায় বসে রাত টা দীর্ঘ করছে।
মুল্যহীন একটা অপেক্ষা।
অপাশের মানুষ টা জানবেও না, 
বুঝবেওনা.. তোমার রাত জাগার কস্ট.. 
অপেক্ষায় থাকার যন্ত্রণা  হুম
কাউকে ভালো লাগা খারাপ না ... 
অবুঝের মত ভালোলাগা কে,
পস্রয় দেওয়া খারাপ ... সত্যি খুব খারাপ ।

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা

বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে ঢাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা,
আরো বাড়িয়েদিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়,
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায় |
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা |
বোঝেনা বোঝেনা বোঝেনা |
 

আই লাভ ইউ (I Love You) 

তুমি ফিরিয়ে দিয়েছ বলেই
ভালবাসা মরে নাই,
আজ বেচে আছি হয়তবা আমি পুরে ছাই।
হাস্তে চেয়ে ছিলাম আমি তোমার ভালবাসায়,
পাইনি তাহা জীবন ব্রৃথা তাই নয়ন ভেসে যায়।
জানি পাবনা তোমায় তভু মন মানেনা
আজ করি আসা পেতে তোমার ভালবাসা।
পিছু পিছু ছুটলাম তোমার নিয়ে সুন্দর জীবন,
তোমার আসায় সব ছারিলাম তোভু হলেনা মোর আপন।
ভেবে ছিলাম জীবনটা কাটাব সুখেরি
সাথে,
আগে ভাবিনি জীবনটা কাটাব দুখেরি
সাথে। 
দিয়েছ আগুন পুরেছে দেহ মন পুরে নাই,  
ফিরে আস তুমি আজ আমি ভালবাসি
তোমায়।
 

ভালবাসার মজার গল্প 

তুমি চলে যাবার পর খুব কেঁদেছিলাম
এমন ভাবে
চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছিলো? যেনো
বৃষ্টিকে হার মানায়,
নির্ঘুম রাত আর অসহ্য যন্ত্রণাময় দিন গুলু
বিষাদময়,
হয়ে দিশেহারা ছিলাম, বার বার প্রশ্ন
করেছিলাম নিজে
নিজে, আমি কাকে? বিশ্বাস
করেছিলাম, অসহ্য যন্ত্রনা
আমার সব শান্তি কেড়ে নিয়েছিলো,
আমি যখন খেতে
বসতাম তখন মুখের রুচি থাকতো না,
কারো সাথে
কথা বলতে ইচ্ছে হতো না, যেখানে
বসতাম সেখানেই
নিজের সাথে নিজে কথা বলতাম,
স্মৃতির পাতা গুলু
চোখের সামনে এসে আমাকে
আঘাতের উপর আঘাত
করতো, এক সময় ভাবতাম আমি মনে হয় এই
জগতে
অপ্রয়োজনীয় হয়ে জন্ম নিয়েছি কোন
দরকার ছিলো
না,, কিন্তু জানো আজ বিশ্বাস কর
সত্যি বলছি তোমার জন্য এখন আর আমার
বুকের বাম পাশটা ব্যাথা করেনা।
বিশ্বাস কর তোমাকে দেখার জন্য এখন
আর আমার দু"নয়ন অধির আগ্রহ নিয়ে
অপেক্ষা করে না। বিশ্বাস কর তোমার
কথা ভেবে এখন আর আমার নির্ঘুম রাত
কাটে না। এখন আর আমার ইচ্ছে
জাগেনা তোমার হাত ধরে গোধুলি
বেলায় হাঠতে, ইচ্ছে জাগেনা
তোমায় এক নজর দেখার জন্য পাগলের মত
করতে। এখন
সত্যিই আমি অন্য রকম এক মানুষ, এখন
আমার মধ্যে নেই কোন ভালবাসা, নেই
কোন আবেগ নেই কোন মোহ। তোমাকে
ভালোনাবাসতে না বাসতে আজ
আমি ভালবাসা শব্দটার সঠিক বানান
টা ও ভুলে গেছি। ভুলে গেছি আমি
তোমার সাথে কাটানো সেই
সময়গুলো....... মাঝে মাঝে প্রশ্ন জাগে
সত্যিই কি তোমাকে ভুলে গেছি না
কি ভুলে যাওয়ার অভিনয় করছি। সে
যাই হোক বিশ্বাস কর তোমাকে নিয়ে
এখন আর আমার রাত জেগে স্বপ্ন দেখা
হয় না। রাতে যে এখন আমার বড্ড ঘুম
পায়.....শত চেষ্টায়ও এখন আর আমি রাত
জাগতে পারিনা.... গভীর ঘুমে আচ্ছন্ন
হয় থাকে আমার চোঁখ, আমার হার্ট এবং
আমি ও আমার ভালোবাসা।... তার পর ও
বলি তুমি ভালো থাকো সুখি হও।

ভালবাসা ভালবাসা 

যে মানুষ কান্নার ব্যাথা বোঝে, 
সে কখনো অন্য কাউকে কাঁদায় না। 
যে ভালোবাসার কষ্ট বুঝে, 
সে কখনো ভালোবাসার মানুষকে কষ্ট দেয় না।।
 

ভালবাসা কি তা জেনে নিন 

৩. অর্থ-সম্পত্তি দেখে ভালো লাগলে, তা ভালবাসা নয়, লোভ।

 

ভালবাসা কি?
১. সুন্দর চোখ, ঠোঁট বা আবেদনময়ী দেহের জন্য
ভালো লাগলে তা ভালবাসা নয়, বাছাইকরা।
২. বুদ্ধিমত্তা বা দূরদর্শিতা দেখে ভালোলাগলে তা
ভালবাসা নয়, প্রশংসা মাত্র।
৩. অর্থ-সম্পত্তি দেখে ভালো লাগলে, তা ভালবাসা নয়,
লোভ।
৪. ছেড়ে যেতে চাচ্ছে কিন্তু কেঁদে কেটে ধরে রাখা,
তা ভালবাসা নয়, করুণা পাওয়া।
৫. বাসনা পূরণের জন্য দরকার হলে সেটা ভালবাসা না,
লালসা।
৬. যদি ঘুমাতে, খেতে কিংবা পড়তে ভুলিয়ে দেয় তা
ভালবাসা নয়, মোহ।
৭. যদি না জানেন কেন তাকে ভালো লাগে,
তবুও তাকেই ভালবাসেন তবে সেটাই ভালবাসা।
ভালবাসতে একটি কারন লাগে আর তা সবসময়ই অজানা
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
'' ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন?? ''
যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট
বেড়ে যাবে।
...
কিন্তু যাকে আপনি পছন্দে করেন তাকে দেখলে আপনি
খুশি হবেন।
যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে
পারবেন না।
....
কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন।
যাকে ভালোবাসেন তার সামনে আপনি লজ্জা পাবেন।
....
কিন্তু যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে
উপস্থাপন করতে চাইবেন।
যখন আপনার ভালোবাসা কাঁদবে আপনি তার সাথে
কাঁদবেন।
....
কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি
স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
তাই যদি আপনি আপনার পছন্দের মানুষ কে ভুলে যেতে
চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে চোখ
ফিরিয়ে নিলেই চলবে।
....
কিন্তু যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন
আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে,সবকিছু
আপনার হৃদয়েই থেকে যাবে।
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
.....ভালবাসার পূর্ন সঙ্গা এবং বিভিন্ন জনার মত...
* ছাত্রঃ ভালবাসার পুর্ন অর্থ হলো .......
ভা- ভাল মন্দ চিন্তা করা ।
লো- লোক লজ্জা উপেক্ষা করা ।
বা- বাবা মার মুখে চুন কালি দিয়ে ।
সা- সাগরে ঝাপ দেওয়া ।
*গনিত শিক্ষকঃ
---যার কোন দৈর্ঘ্য, প্রস্ত ও বেধ নেই শুধু গভিরতা আছে
তাকেই ভালবাসা বলে ।
* ডাক্তারঃ--
--ভালবাসা এমন একটা রোগ যা ঘুম কেড়ে নেয় চিন্তা
বৃদ্ধি করে ।
* পুলিশঃ--
--ভালবাসা এমন এক জেলখানা যেখানে হৃদয়
বন্দির খেলা চলে ।
* কবিঃ--
--ভালবাসা মানে উদাস হয়ে যাওয়া ।
* ভিখারিঃ--
--ভালবাসা হলো একজনের
দেওয়া এবং অন্যজনের নেওয়া ।
* কুলিঃ--
--ভালবাসা হল একজনার দুঃখ আটি বেঁধে বহন
করা ।
* বিক্রেতাঃ--
--ভালবাসা হলো হৃদয়ের বেচা কেনা ।
* অবশেসে ব্যর্থপ্রেমিকঃ--
--ভালবাসা বলে নেইতো কিছু ভালবাসা মানে শুধুই
ফাঁকী ।

 

 


 

 
 

 
 
 

 
 
 

0 Response to "Valobasar kobita by Payel Banerjee Chowdhury"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel