বন্ধু মানে বাধন ছারা যেন অবুজ শিশু, বন্ধু মানে ভালবাসা

বন্ধু মানে বাধন ছারা যেন অবুজ শিশু, বন্ধু মানে ভালবাসা


বন্ধু মানে বাধন ছারা
যেন অবুজ শিশু,
বন্ধু মানে ভালবাসা;
আর চায়না কিছু।
বন্ধু মানে মান-অভিমান
একটু বাড়া বাড়ি,
বন্ধু মানে একিসাথে
কাদায় গড়া গড়ি।
বন্ধু মানে হাত মিলিয়ে
একি পথে চলা
বন্ধু মানে নিরভয়ে সব-
মনের কথা বলা।
বন্ধু মানে খুবি কাছে
থাকুক যতই দূর
বন্ধু মানে দুই এর গলায়
একি গানের শুর
বন্ধু মানে একি মানুষ
দুটি রূপে গড়া
বন্ধু মানে এত ই আপন
যায়না পৃথক করা
 
 Stories shared by user named:  Payel Banerjee Chowdhury


বাংলা মজার জোকস, বাংলা কৌতুক, হাসির কৌতুক, bangla jokes, bangali jokes, mojar jokes, bangla funny koutuk, hasir koutuk, bangla koutuk, bangla hasir koutuk, doctor jokes, Bd Jokes, ছোট ছোট হাসির জোকস,

0 Response to "বন্ধু মানে বাধন ছারা যেন অবুজ শিশু, বন্ধু মানে ভালবাসা"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel