New Bangla Sad Shayari [ Best ]

New Bangla Sad Shayari [ Best ]

Sad Shayari Bengali💔 - New Bangla Sad Shayari😭 

Bangla Sad Shayari: 1

স্বপ্ন মনে অনেক ছিলো
ছিলো হাজার আসা
এক সাথে কাটবে জীবন
বাঁধবো সুখের বাসা
ঝড় এসে ভেঙে দিলো 
মনের সকল আসা
স্বপ্ন সব ভেঙে গেলো
ভাঙলো মনের বাসা
যেই বসতে ভেবেছিলাম
বাঁধবো সুখের ঘর
ভাবিনিতো এমন করে করবে আমায় পর
পর করে আমায় তুমি চলে গেলে দূরে
একবারতো পেছন ফিরে দেখলে না আমায় ঘুরে
যেথায় আছো ভালো থেকো
থেকো অনেক সুখে
তোমার স্মৃতি সারাজীবন থাকবে আমার বুকে
হাজার স্বপ্ন দেখেছিলাম তোমার ওই চোখে
সব কষ্ট ভুলে যেতাম তোমার মুখের হাসিতে
আজ কষ্ট নিয়েই ঘর বেঁধেছি
বুকের পিঞ্জারায়
বন্ধু বলো প্রেমিক বলো
কেউ তো আপন নয়
ভালোবাসা হয়না কিছু সব তো অভিনয়
একদিন তো চলেই যাবো
তবে কিসের পরিচয়
একদিন তো চলেই যাবো
তবে কিসের মোহ মায়া
চলে গেলেও আগলে রাখবো
হয়ে তোমার ছায়া
ছায়ার মতো সাথে সাথে থাকবো সারাক্ষন
জানি তুমি কোনো দিনও করবে না আমায় আপন
আপন ভাবো পর ভাবো তবু ভালোবাসবো
তোমার সুখে সুখী হয়ে
বুকের কষ্ট চেপে হাসবো

Bangla Sad Shayari:2

ভুলে গেছি তোকে, আর ফিরে আসিস না
ভুলে যা আমায় আর ভালোবাসিস না
চলে যাবো অনেক দূরে আর ভালোবাসবো না
জীবনে কখনো আর ফিরে আসবো না
 
জানি তুমি অনেক সুখে আছো
আমাকেও ভুলে গেছো
ভুলে যাও আর মনে করতে হবে না
চলে যাও আর ফিরে আসতে হবে না
 
আজ আবার তোমার কথা মনে পরে গেছিলো
আজ আবার তোমার জন্য চোখে জল আসছিলো
কিন্তু মনে রেখো এই চোখের জল একদিন সুখিয়ে যাবে
সেদিন দেখে নিয়ো তোমাকে পচতাতে হবে
 
 

Bangla Sad Shayari:3

আজ সময় বদলে গেছে, তুমিও বদলে গেছো
আজ নিজেকে বরো একা লাগে, যখন তোমার স্মৃতি মনে ভাসে
পুরোনো সেই দিন আর ফিরে আসবে না
ভুলে যাও তোমাকেও আর আমার লাগবে না
একদিন হাতে হাতটা রেখে বলেছিলে হাতটা কখনো ছাড়বো না
বলেছিলে, তোমায় ছেড়ে দূরে গিয়ে আমি বাঁচতে পারবো না
তবে আজ কি করে বেঁচে আছো
সব প্রমিস ভুলে কি করে আমায় ভুলে গেছো
কষ্ট দিয়ে কখনো সুখ পাওয়া যায় না
কাউকে কাঁদিয়ে বড়ো হওয়া যায় না
তার হাতটি ধরো যার মন বড়ো
জীবনে সুখী হতে চাইলে ভুল মানুষের হাতটি ছাড়ো
হয়তো দিতে পারিনি তোমায় কোনো সুখ
তাই আজ বলে দিলে দেখবো না তোমার মুখ
যাওয়ার আগে বলে যাও আমার দোষটা কি ছিলো
কেনো তোমার মনে হলো আমার ভালোবাসা মিথ্যে ছিলো
 

Bangla Sad Shayari: 4


আমার মনের কষ্ট গুলো তুমি কি করে বুঝবে
একদিন ঠিক বুঝতে পারবে সেদিন আমায় খুঁজবে
একদিন হারিয়ে যাবো আমায় কোথাও খুঁজে পাবে না
দেখে নিয়ো আমায় ছেড়ে তুমিও সুখী হবেনা
কষ্টের জীবনে কষ্ট ছাড়া সুখ কোথায় পাবো
চাঁদ তো দূরেই থাকে চাঁদের কাছে কি করে যাবো
জানি ভালোবেসে তোমায় আমি কনো দিনও পাবো না
চাঁদ কে দূর থেকে দেখেই খুশি থাকবো কাছে কখনো যাবো না
একটা সময় আমি তোমার মনের মানুষ ছিলাম
এতো কাছে থেকেও তবু হারিয়ে আমি গেলাম
কোথায় তুমি চলে গেলে দিলে না আর দেখা
তোমায় আজ হারিয়ে আমি হয়েছি বরো একা
 
 
 
 

 

0 Response to "New Bangla Sad Shayari [ Best ]"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel